Thursday, April 17, 2025
eh5gysf
HomeUncategorizedউত্তরায় রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

উত্তরায় রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন নামের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট গেছে ঘটনাস্থলে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় লাভলীন রেস্টুরেন্টে। আগুন লাগার সংবাদ পেয়ে সকাল ১০টা ৪৪ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। কিছুক্ষণ পরে আরেকটি ইউনিটও যোগ দেয় আগুন নেভাতে। 

মিডিয়া সেলের ওই কর্মকর্তা দুপুর পৌনে ১২টার দিকে বলেন, বর্তমানে ঘটনাস্থলে আমাদের নয়টি ইউনিট কাজ করছে। তবে আগুন এখন পর্যন্ত নেভেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments